ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, অগ্নি সংযোগ ও ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, অগ্নি সংযোগ ও ভাঙচুর ছবি: জাহিদ সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালের প্রথম দিনে রাজধানীর গেন্ডারিয়া, যাত্রাবাড়ি ও পল্লবীতে অগ্নি সংযোগ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার(৩১ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এসব ঘটনা ঘটে।


 
হরতাল সমর্থনে গেন্ডারিয়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায় বলে জানান ফায়ার সাভির্সের ডিউটি অফিসার ফরহাদ হোসেন।

যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় ঝটিকা মিছিল শেষে গাড়ি ভাঙচুর ও ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় হরতাল সমর্থনকারীরা।

যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবাস বাংলানিউজকে বলেন, এ ধরনের সংবাদ এখনো আমাদের কাছে আসেনি। সংবাদ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এদিকে রাজধানীর পল্লবী এলাকাতেও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর প্রতিবাদে বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।

বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।