ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগরে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক সহ দুই বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঝিনাইদহ- কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাহাত হোসেন (৬৫) নামে ভ্যানচালকের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার বড়দা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল সোয়া ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আসননগরে ইটভাটার মাটি টানা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়।
এতে ভ্যানচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন এক নারী। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপার ভাটই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪/আপডেট: ১৫৩২ ঘণ্টা