কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের আলকড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০টি হাতবোমা ও পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, আলকড়া ইউনিয়নের আলকড়া এলাকার আব্দুল লতিফ (২০), ফারুক (৩২) ও মানিক ধন (৪০) নামে এক নারী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি।
আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩০টি হাতবোমা, তিনটি ককটেল, তিনটি একনলা বন্দুক, একটি এলজি, একটি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, একটি বড় ছেনি, দু’টি চাপাতি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪/আপডেটেড: ১৭১৯