ঢাকা: ২০১৪ সালে ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুলিবিনিময় ও এনকাউন্টারের নামে ১২৮ জনকে বিচারবহির্ভুতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আসক’র পর্যালোচনা’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে একথা জানান আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে একই কায়দায় নিহতের পরিমাণ ছিল ৭২ জন। এ বছরে ৮৮ জন গুম ও হত্যার শিকার হয়েছেন। এদের মধ্যে লাশ হয়েছেন ২৩ জন আর ১২ জন মুক্তি পেয়েছেন। এদের মধ্যে নারায়নগঞ্জে র্যাবের ৭ খুন উল্লেখযোগ্য। প্রতিটি সরকারই রাষ্ট্রীয় বাহিনীকে সরকারি বাহিনী বানিয়ে ফেলেছে।
বর্তমানে মানবাধিকার পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়, উদ্বেগজনক। আমরা এর পরিবর্তন চাই বলেও মন্তব্য করেন তিনি।
মানবাধিকার পর্যালোচনা রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ২০১৪ সালে পুলিশি হেফাজতে মারা যান ৬০ জন। এছাড়া এ সময় শারীরিক নির্যাতনে মৃত্যু হয় আরো ১৩ জনের।
রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, ২০১৪ সালে ৬৬৪টি রাজনৈতিক সংঘাতে ১৪৭ জন নিহত এবং ৮৩৭৩ জন আহত হন।
এ বছরের ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তিচ্ছুকদের সুযোগ না দেওয়ায় তাদের আন্দোলনে ছাত্রলীগের হামলার এবং রাজনৈতিকদলগুলোক সভা-সমাবেশ করতে না দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে ২০১৪ সালের ২৭৩টি ঘটনায় সীমান্তে ১৬ জন নিহত এবং ১১০ জন অপহরণের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া নারী নির্যাতনের শিকার হয়ে ১৪ জনের আত্মহত্যা, প্রতিবাদ করায় ৭ জন খুন এবং ১১৫ নারীর লাঞ্ছিত, ৭০৭ জন ধর্ষণের শিকার এবং ২৯৬ জনকে এসিড নিক্ষেপের কথা জানিয়েছে আসক।
সংবাদ মাধ্যমের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে সুলতানা কামাল আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মিশ্র অবস্থায় রয়েছে। এ বছর ৭৮ সাংবাদিক আহত হওয়ার পাশাপাশি নিহতের ২ জনকে খুন, একজন পুলিশি হেফাজতে নিহতের ঘটনা ঘটেছে।
চিকিৎসা ব্যবস্থায় ত্রুটি, অবহেলায়ও মানবাধিকার লঙ্ঘন হয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাহজাহানপুরে ওয়াসার পাইপে ঢুকে চার বছরের শিশু জিহাদের মৃত্যু, জিহাদের বাবাসহ ৪ শিশুকে জিজ্ঞাসাবাদের ঘটনায় পুলিশের অমানবিকতা ও নিষ্ঠুরতার কথা উল্লেখ করা হয়।
বিচারবহির্ভুত হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ঘটনায় স্বতন্ত্রভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান সুলতানা কামাল।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪, আপডেট ১২১৬, ১৩৪৬