ঢাকা: রাজধানীর কমলাপুরে ট্রেন-কার্ভাড ভ্যান সংঘর্ষে নিহত আরও একজনের পরিচয় মিলেছে।
নিহতের নাম- নজরুল ইসলাম (৪০)।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নজরুল ইসলামের লাশ শনাক্ত করেন স্ত্রী জোহরাতুন্নেছা।
ঢাকা রেলওয়ে থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নজরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এখনও এক নারীর মরদেহ শনাক্ত সম্ভব হয়নি বলে জানান তিনি।
গত ২৯ ডিসেম্বর কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত হন। এর মধ্যে ঘটনাস্থলে দু’জন ও চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে আরো চারজন নিহত হন।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪