ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
আশুলিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ডিসেম্বর) সকাল ৮টায় সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতের নাম মো. আব্দুল কাদের (৩০)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সন্তোষপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠগড়া এলাকার পিকাড বাংলাদেশ লিমিটেডের ৮ম তলার ছাদে কাজ করছিলেন কাদের। এ সময় রড টেনে অন্য জায়গায় নিতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। মুম‍ূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক কাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।