ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে হেঁটে পুলিশি টহল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
চাঁদপুরে হেঁটে পুলিশি টহল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন বুধবার (৩১ ডিসেম্বর) চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে টহল দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

সকাল সাড়ে ৭টার দিকে শপথ চত্বর থেকে শহরের বিভিন্ন অলিগলিতে তাদের টহল দিতে দেখা যায়।

টহলে নেতৃত্ব দেন চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী হেলাল উদ্দীন।

তিনি বাংলানিউজকে জানান, জামায়াত-শিবির হরতালে শহরের বিভিন্ন গলিতে যানবাহন ভাঙচুর করে থাকে। তাই শিবিরের সহিংসতা ঠেকাতে গাড়িতে করে নয়, বরং পায়ে হেঁটে শহরে টহল দিচ্ছে পুলিশ সদস্যরা।

এছাড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল ডেকেছে জামায়াত।
প্রথম দিনের হরতালে চাঁদপুরের রাজপথে নেতাকর্মীরা নেই।

হরতালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে ছোট ছোট পরিবহন ও মালবাহী যানবাহন চলাচল করছে। লঞ্চ ও ট্রেন চালাচল রয়েছে স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।