বরিশাল: বরিশাল নগরীর কাশিপুরে যাত্রীবাহী একটি মাহিন্দ্রোতে ভাঙচুর চালিয়েছে পিকেটাররা। এসময় এক স্কুলছাত্রী আহত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরের সুরভী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহত মৌসুমী আক্তার (১৭) জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাকে বরিশাল জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত স্কুলছাত্রী জানায়, বরিশালের নতুল্লাবাদ থেকে মাহিন্দ্রোতে চড়ে সে রহমতপুর যাচ্ছিলো। পথে মাহিন্দ্রোটি কাশিপুরের সুরভী পেট্রোল পাম্পের সামনে এলে পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মাহিন্দ্রোটি ক্ষতিগ্রস্ত ও সে আহত হয়।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান জানান, মাহিন্দ্রোটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশ থেকে পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে, বরিশাল নগরীতে গণ-পরিবহন চলাচল করছে। দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। আভ্যন্তরীণ রুটে নৌ-চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরী জুড়ে পুলিশের কঠোর নজরদারী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪