ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা

স্টাফ করেসফন্ডে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
পুলিশের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও যানবাহনের মালিক-চালকদের মধ্যকার কর্মকাণ্ড রেকর্ডে পুলিশের শরীরের সেট করে দেওয়া হলো ‘বডি ওর্ন’ ক্যামেরা।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ চত্বরের পুলিশ বুথের সামনে এ ধরনের ক্যামেরা কর্যক্রম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।



তিনি বলেন, সাধারণ মানুষসহ বাস মালিক-চালকদের মধ্যকার যেসব কর্মকাণ্ড চলছে তা রেকর্ড হবে এই ক্যামেরায়। কোনো প্রয়োজনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এটি পর্যবেক্ষণ করে দেখবেন। এতে পুলিশ ও জনসাধারণের মধ্যে তৈরি হবে সেতু বন্ধন।

ডিএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে ১৫টি ক্যামারার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও ৪’শ ক্যামেরা আনা হবে। প্রতিটি ক্যামেরার মূল্য ২০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এসব ক্যামেরা রিচার্জেবল। এর মাধ্যমে টানা ৮ ঘণ্টার কার্যক্রম অডিওসহকারে ভিডিও করা সম্ভব হবে। প্রতিটি ক্যামেরা ৬০ মেগাপিক্সেলের। পর্যায়ক্রমে এসব ক্যামেরা ডিএমপির প্রতিটি থানা-ফাঁড়িতে পৌঁছে দেওয়া হবে।

এগুলো আপাতত ট্রাফিক বিভাগের কার্যাক্রমে ব্যবহৃত হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।