ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ প্রত্যাহার

ঢাকা: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।

সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বেতন বোনাস পরিশোধের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান পোশাক শ্রমিকরা।



এর আগে বিকেল ৫টার দিকে বেতন বোনাসের দাবিতে এমসি বাজার এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আদিফ গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় রাস্তার দুই ধারে আটকা পড়ে শত শত যানবাহন।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরআই


** শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।