ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের আন্দোলনে সফল হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে ছাত্রনেতারা বলেন, প্রায় তিন মাস আগে চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে শিক্ষায় ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হয়। তাৎক্ষনিকভাবে ছাত্র ফেডারেশন উদ্যোগ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলন (বেবিশিআ) নামে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাট বিরোধী আন্দোলন শুরু করে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস শুরু থেকেই এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কাকন বিশ্বাস সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ এই আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন বলেও জানানো হয় বিবৃতিতে।
আন্দোলনের বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক বলেন, ছাত্রসমাজ রাষ্ট্রীয় গুলিকে চ্যালেঞ্জ করে রাস্তায় নেমে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই শিক্ষা ধ্বংসের যে কোনো তৎপরতা ছাত্রসমাজ এভাবেই প্রতিহত করবে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টম্বর ১৪, ২০১৫
পিআর/এমজেএফ