ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রামপুরায় জুয়েলার্সে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
রামপুরায় জুয়েলার্সে ডাকাতি

ঢাকা: রাজধানীর ওয়াপদা রোডের একটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ওই জুয়েলার্সের মালিক।



সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে রামপুরা ওয়াপদা রোডের মহানগর আবাসিক এলাকা সংলগ্ন নিউ ফাহিমা জুয়েলার্সে হামলা চালায় কয়েকজন যুবক।

এ সময় ওই জুয়েলার্সের মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে অভিযোগ করেচেন ওই দোকানের মালিক।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।