ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জেলা জজের আর্থিক এখতিয়ার বেড়ে ৫ কোটিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেলা জজের আর্থিক এখতিয়ার বেড়ে ৫ কোটিতে প্রতীকী

ঢাকা: দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বাড়িয়ে ‘দ্য সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে জেলা জজকে পাঁচ কোটি টাকা মূল্যের সম্পত্তিরও আপিল মামলা বিচারের ক্ষমতা দেওয়া হচ্ছে, যা বিদ্যমান আইনে পাঁচ লাখ টাকা।


 
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

এদিন দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
 
সচিব বলেন, দেওয়ানি মামলায় সম্পত্তির মূল্য অনুযায়ী কোন কোর্টে বিচার হবে- সেটি ঠিক করা হয়। এতে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। কারণ, বর্তমানে যে মামলা উচ্চ আদালতে হয় তা এখন নিম্ন আদালতে বিচারের জন্য যাবে। এতে মানুষের কষ্ট অনেকখানি কমবে। হাইকোর্টে অনেককেই আসতে হবে না। দেশের দূর-দূরান্তের মানুষকে কষ্ট করে ঢাকায় আসতে হবে না।
 
তিনি বলেন, বর্তমানে দেওয়ানি মামলায় সহকারী জজের আর্থিক এখতিয়ার দুই লাখ টাকা। মামলা সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য দুই লাখ টাকা পর্যন্ত হলে সহকারী জজ আদালতে এর বিচার হয়। এ সীমা বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে। ১৫ লাখ টাকা মূল্যের সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার হবে সহকারী জজ আদালতে।
 
বর্তমানে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে চার লাখ টাকা। সংশোধিত আইনে তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হচ্ছে বলে তিনি জানান।
 
তবে যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম বলে সেটি সংশোধনের প্রয়োজন হয়নি বলেও জানান সচিব।
 
তিনি বলেন, আপিল আদালতের ক্ষেত্রে এখন জেলা জজের আর্থিক এখতিয়ার পাঁচ লাখ টাকা। এটি বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ যে সম্পত্তির মূল্য পাঁচ কোটি টাকা পর্যন্ত, তার আপিল মামলার শুনানি হবে জেলা জজ আদালতে। এর উপরে হলে তা হাইকোর্ট বিভাগে যাবে। এখন সম্পত্তির মূল্য পাঁচ লাখ টাকার বেশি হলে হাইকোর্টে আসে, সংশোধিত আইন কার্যকর হলে পাঁচ কোটি টাকার বেশি হলে হাইকোর্টে আসবে।
 
তিনি আরও বলেন, বর্তমানে সম্পত্তির মূল্য অনেক বেড়েছে। তাই সেই সঙ্গে সঙ্গতি রেখে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বাড়ানোর প্রয়োজনীয়তা এসেছে। সেসব বিবেচনায় রেখেই মন্ত্রিসভা সংশোধিত এ আইন অনুমোদন দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।