ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাইসাইকেল পেলো ৯৯ ছাত্রী

ফিরোজ আমিন সরকার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে বাইসাইকেল পেলো ৯৯ ছাত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: এখন থেকে বাইসাইকেলে চড়ে স্কুল-কলেজে যাব। ক্লাসও মিস হবে না।

প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করতে পারব। কেউ আমাদের রুখতে পারবে না।

সাইকেল পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে কথাগুলো বলছিলো-পঞ্চগড় জেলার বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহল কাজল দিঘি গ্রামের দশম শ্রেণিতে পড়া আয়শা সিদ্দিকা, অলিমা খাতুন, কালিয়াগঞ্জ গ্রামের নবম শ্রেণির ছাত্রী আমিনা বেগম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রী শান্তি হেমরম, বৈরচুনা গ্রামের রিতা মুরমু ও বাসন্তি মুরমু। শুধু এরাই নয়, ৯৯ ছাত্রীর মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে বিলুপ্ত ছিটমহল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অতিদরিদ্র পরিবারের ৯৯ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৪টি ছিটমহলের ২০জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২০জন এবং অতিদরিদ্র পরিবারের ৫৯জন শিক্ষার্থী এ বাইসাইকেল পেয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুরের মহাব্যবস্থাপক খুরশীদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আজাদ শামসী, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, পরিচালক প্রশাসন ও ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, প্রবীণ সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন, আব্দুল লতিফ, মামুন অর রশিদ, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান ও অধ্যক্ষ রাজিউর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুরের মহাব্যবস্থাপক খুরশীদ আলম তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন নারীদের পিছিয়ে রেখে সম্ভব নয়। তাদের পিছিয়ে রাখলে নারী অগ্রযাত্রায় বাঁধা হয়ে দাঁড়াবে। নারীদের শিক্ষিত করে গড়ে তুলে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।