নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীণ প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেড নামে প্রতিষ্ঠানের একটি পরচুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে ৬ শ্রমিক আহত হন।
আহতরা হলেন, রূপালী বেগম, আব্দুর রশিদ, আছিয়া বেগম, রুনা লায়লা, এলিজা বেগম ও আবু মুসা। তাদের মধ্যে আছিয়া বেগম ও আব্দুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় ইপিজেডের অভ্যন্তরের প্রতিষ্ঠানের পাঁচটি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ওই পরচুলা কারখানার শ্রমিকরা জানান, বেলা সোয়া ১১টার দিকে কারখানার দ্বিতীয় তলার বিডি ৩/এ কক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে বৈদ্যুতিক তাপের মাধ্যমে পরচুলা শুকানো হয়।
এ ব্যাপারে এভারগ্রীণ প্রোডাক্টস ফ্যাক্টরি বিডির ওই কারখানার উপ মহাব্যবস্থাপক সুব্রত সরকার বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে শ্রমিকদের প্রশিক্ষণ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে দমকল বাহিনীর ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, পরে ইপিজেডের অভ্যন্তরে থাকা তাদের ৫টি কারখানার শ্রমিকদের মঙ্গলবার সাধারণ ছুটি দেওয়া হয়েছে
নীলফামারী দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক কোবাদ আলী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার মতো।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর