ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগে নাটোরে চাকরি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগে নাটোরে চাকরি মেলা

নাটোর: বিনা খরচে সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগে নাটোরে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।


 
পরে, এ উপলক্ষে জেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা এনএসকেএস’এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, এনএসকেএস’এর পরিচালক রওশন আরা শ্যামলী প্রমুখ।

মেলার প্রথম দিনে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য ৪৫ জন নারী রেজিস্ট্রেশন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।