ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে অচেতন করে ব্যবসায়ীর টাকা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শরীয়তপুরে অচেতন করে ব্যবসায়ীর টাকা লুট

শরীয়তপুর: শরীয়তপুরে লিটন বেপারী (৩০) নামে এক ব্যবসায়ীকে অচেতন করে প্রায় ১০ হাজার টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।



লিটন দক্ষিণ মধ্যপাড়া গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে।

আব্দুর রব বাংলানিউজকে জানান, আজ (সোমবার) সকালে পারিবারিক মালিকানাধীন কারখানা ‘প্রভাতী দন্তরাজ’ এর দাঁতের মাজন বিক্রি করতে নড়িয়া এলাকায় যান লিটন। ওই এলাকার বিভিন্ন দোকানে পাইকারী দরে মাজন বিক্রি শেষে বাসে করে মনোহর বাজারে আসার পথে দুর্বৃত্তরা তাকে অচেতন করে সঙ্গে থাকা প্রায় ১০ হাজার টাকা লুট করে করে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুপুর সাড়ে ৩টার সময় বাসটি মনোহার বাজার মোড়ে থামলে অচেতন দেখে বাসের যাত্রীরা মোবাইল ফোনে লিটনের স্বজনদের বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।