ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগ হওয়ায় আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ময়মনসিংহ বিভাগ হওয়ায় আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মন্ত্রিপরিষদ ও নিকার সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা নিয়ে ময়মনসিংহ বিভাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী অনুমোদন করায় আনন্দের বন্যায় ভাসছে ময়মনসিংহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের মেয়র মো. ইকরামুল হক টিটুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর এলাকা থেকে বিশাল আনন্দ মিছিল বের করা হয়।



আনন্দ মিছিলটি শহরের নতুন বাজার, গাঙ্গিনপারপাড়সহ বিভিন্ন সড়ক ঘুরে শহরের টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক শঙ্কর সাহা, কাউন্সিলর শরাফ উদ্দিন, লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।