গাইবান্ধা: গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৮৪ রোগী চিকিৎসাধীন।
রোববার থেকে সোমবার(১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নতুন ৫০ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী বাংলানিউজকে জানান, সার্বিক ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। রোগী আসার হার গত দু’দিন থেকে অনেকটা কমেছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে আসা রোগ তত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) ৮ সদস্যের দল এখনও কাজ করছেন। ডায়রিয়া আক্রান্ত হওয়ার বিষয়ে তারা প্রাথমিকভাবে চারটি কারণ নির্ধারণ করেছেন। ১. আর্দ্র ও গরম আবহাওয়া, ২. নাজুক স্যানিটেশন ব্যবস্থা, ৩. বন্যার কারণে জলাবদ্ধতা ও ৪. গৃহস্থলি কাজে দূষিত পানি ব্যবহার।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিসি