ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ডায়রিয়া আক্রান্ত আরও ৫০ রোগী ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ডায়রিয়া আক্রান্ত আরও ৫০ রোগী ভর্তি

গাইবান্ধা: গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৮৪ রোগী চিকিৎসাধীন।

রোববার থেকে সোমবার(১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নতুন ৫০ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

হাসপাতালে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী বাংলানিউজকে জানান, সার্বিক ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। রোগী আসার হার গত দু’দিন থেকে অনেকটা কমেছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে আসা রোগ তত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) ৮ সদস্যের দল এখনও কাজ করছেন। ডায়রিয়া আক্রান্ত হওয়ার বিষয়ে তারা প্রাথমিকভাবে চারটি কারণ নির্ধারণ করেছেন। ১. আর্দ্র ও গরম আবহাওয়া, ২. নাজুক স্যানিটেশন ব্যবস্থা, ৩. বন্যার কারণে জলাবদ্ধতা ও ৪. গৃহস্থলি কাজে দূষিত পানি ব্যবহার।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।