মাগুরা: মাগুরা সদর উপজেলার ভিটাসাইড় এলাকায় ট্রাকচাপায় আসাদুজ্জামান জুয়েল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বাংলানিউজকে জানান, আসাদুজ্জামান জুয়েল সন্ধ্যায় ভিটাসাইড় তেলের পাম্প এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএটি/পিসি