ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা ছবি : প্রতীকী

মেহেরপুর: সরকারি জমিতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল মালেক (৩২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান বাংলানিউজকে জানান, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে চাঁদবিল গ্রামের লিয়াকত আলীর ইটভাটার কাছে রাস্তা সংলগ্ন সরকারি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ড্রেজার মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।

পরে তাকে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

পরে জরিমানার টাকা পরিশোধ করায় আব্দুল মালেককে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।