ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়াকে পৌরসভা করায় আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভান্ডারিয়াকে পৌরসভা করায় আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপি নেতা আবুল কালাম পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু, যুবলীগের আহ্বায়ক  এনামুল কবির টিপু, যুগ্ম আহ্বায়ক শফিক মান্নান, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, ছাত্রসমাজের উপজেলা সদস্য সচিব মো. সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ।

এ সময় উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিয়ার খন্দকার মোশারফ হোসেন এবং পরবিশে ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় ভান্ডারিয়া সদরকে পৌরসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।