ভোলা: ভোলা সদরের দক্ষিণ রাজুপুর গ্রামে মেঘনা নদীর প্রবল জোয়ারের চাপে একটি রিং বাঁধ (বিকল্প বাঁধ) ভেঙে অন্তত ২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ রাজুপুর গ্রামে বাঁধের দুই স্থানে ভাঙন দেখা দেয়।
এতে প্লাবিত হয়ে পড়েন আশপাশের কয়েক গ্রামের মানুষ। এছাড়া এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মসজিদ, পুকুর, মাছের ঘের ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে।
রাজাপুরের ইউপি সদস্য মাসুদ রানা জানান, ভোরে প্রবল সোতের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রিং বাঁধের হোসেন মিঝি ও সাজাহান বুলাই বাড়ির দরজা পয়েন্টে ভেঙে যায়।
ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভাঙা পয়েন্ট দিয়ে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করার নিদের্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর