ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় হারুন গাজী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মামুন (২৫) নামে অপর এক আরোহী।



সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন গাছী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া গ্রামের মোসলেম গাজীর ছেলে।

আহত মামুন একই উপজেলার ডায়েস্বর গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহত মামুনকে উদ্ধার করে আশঙ্ক‍াজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (মজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, সকালে মামুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে রংপুরের দিকে যাচ্ছিলেন হারুন। পথে বালুয়াহাট এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হারুন নিহত ও মামুন আহত হন।

তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। মরদেহ গ্রহণের জন্য নিহতের স্বজনরা গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।