ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
অষ্টগ্রামে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাকুরিয়া হাওরে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৩ যাত্রী।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীরা হলেন, জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আব্দুল রহাইয়ের ছেলে আফতাব (৩০), জামাল মিয়ার ছেলে সোহেল (৩০) এবং একই এলাকার রজব আলী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামের সাহেব বাড়িতে ওরস অনুষ্ঠান থেকে ভোরে  ৯ যাত্রী নিয়ে ঘাগড়া রওয়ানা দেয় নৌকাটি।
পথে কাকুরিয়া হাওরে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন ৩ জন।

অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনাটি শুনেছেন। তবে ঘটনাস্থল হাওর এলাকা হওয়ায় পুলিশ এখনো সেখানে পৌঁছাতে পারেনি।

এদিকে, স্থানীয়রা নিজ উদ্যোগে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।