ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা মেডিকেলে দুই দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ঢাকা মেডিকেলে দুই দালাল আটক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করার সময় দুই দালালকে আটক করেছে ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ। আটকৃকতরা হলেন জয়নাল (২৮) ও সাগর (২৭)।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলের ১০০ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, নারায়ণগঞ্জের সাইদুর রহমান ব্রেনস্ট্রোক জনিত কারণে ঢামেকে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ওই রোগীকে ১০০ নম্বর ওয়ার্ডে পাঠানোর নির্দেশনা দেন। জয়নাল ও সাগর ট্রলিতে করে ওই রোগীকে ১০০ নম্বর ওয়ার্ডে নিয়ে ১ হাজার টাকা দাবি করেন। রোগীর স্বজনরা টাকা দিতে অস্বীকার করলে বাকবিতণ্ডা বাধে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই দালালকে আটক করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প।

আটক দুই দালাল বাংলনিউজকে বলেন, আমর‍া জরুরি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী সর্দার স্বপনের অধীনে কাজ করি। সারাদিন যা ‌আয় করি তার অর্ধেক স্বপন ও অন্যদের দিয়ে দেই।

ফয়েজ, লিটন, রাব্বি, কালাচান, হাশেম, সেলিম, কবির, জাহাঙ্গীর ও পারভেজসহ আরও অনেক দালাল জরুরি বিভাগে এভাবে সার্বক্ষণিক অবস্থান করে বলেও জানান আটককৃত দুজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, মোট তিন শিফ্টে জরুরি বিভাগের ডিউটি হয়। আনুমানিক ২০ জন সরকারি কর্মচারীর অধীনে প্রায় ৮০ জন দালাল জরুরি বিভাগের কাজে জড়িত রয়েছেন। এরা সবাই তিন শিফ্টের তিন সর্দারের অধীনে কাজ করেন। ট্রলি ঢেলে আয় করা অর্থের অর্ধেকই সর্দাররা পান বলেও জানান ওই কর্মচারী।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২১০৫/ আপডেট: ১২৫২ ঘণ্টা
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।