ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মা-বাবার কবরের পাশে সমাহিত হবেন মহসিন আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মা-বাবার কবরের পাশে সমাহিত হবেন মহসিন আলী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার শাহ মোস্তফা মাজারের পশ্চিম পাশে মা-বাবার কবরের পাশে সৈয়দ মহসিন আলীকে সমাহিত করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার পরিবারের পক্ষ থেকে কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে এবং জানাজার নামাজের জন্য মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুতের কাজ চলছে।



সদ্য প্রয়াত মহসিন আলীর লিয়াকত আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরের অ্যাঙ্গুলিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনসহ স্থানীয় লোকজন উপস্থিত থাকবে।  

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে মহসিন আলীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।   এপরপর তার মরদেহ ৩৪-মিন্টু রোডস্থ সরকারি বাসভবন নেওয়া হবে। বুধবার সকালে ৮টায় দিকে সব সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরহেদ কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।

বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজার পর দুপরে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে মৌলভীবাজারে নিয়ে আসা হবে।

এরপর একইদিন (বুধবার) বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শাহ মোস্তফা মাজারে বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

১৪ সেপ্টেম্বর সোমবার ভোরে সিঙ্গাপুর জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫/আপডেটেড ১৩৫৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।