ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে স্কুলছাত্র মৃদুল হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রাজবাড়ীতে স্কুলছাত্র মৃদুল হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে চাঞ্চল্যকর স্কুলছাত্র মৃদুল হত্যা মামলার অন্যতম আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিয়াল বিশ্বাস ওরফে পিয়ালকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে সদর হাসপাতালের পিছনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।



এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

‌আসামি পিয়াল রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মো. টাবলু বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাই ও  মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।

২০১৪ সালের ১৯ জুন শহরের ২নং রেলগেট সংলগ্ন রেলওয়ে ক্যারেজ এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃদুলকে হত্যা করে সন্ত্রাসীরা। পরে ২১ জুন মৃদুলের ‍বাবা সদরের দাদশী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে পিয়ালসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।