ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের জের

রাজাপুরে বর-কনের মাসহ ৭ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রাজাপুরে বর-কনের মাসহ ৭ জনের জেল-জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর (১৪) বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের মাসহ সাতজনের জেল-জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমান বরকে এক মাসের ও কনের মাসহ অন্য ছয়জনকে এক হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেকের ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেয়।



এরা হলেন-উপজেলার পুটিয়াখালি গ্রামের হারুন তালুকদারের ছেলে বর রিপন তালুকদার (২২), পুটিয়াখালি গ্রামের মো. আবু হোসেনের স্ত্রী কনের মা লাইলি বেগম, ওই গ্রামের আইউব আলী গাজির ছেলে রব গাজি, রাশেদ গাজির ছেলে নজরুল গাজি, আবুল হোসেনের ছেলে রুবেল হোসেন, স্বপন হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার, মজিবর হাওলাদারের ছেলে মেহেদি হাওলাদার।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ের আয়োজন করেছে তার পরিবার। এমন সংবাদের ভিত্তিতে এএসআই জসিম উদ্দিন, বাদল হোসেন ও আব্দুর রহমানসহ একদল পুলিশ উপজেলার পুটিয়াখালি বাজার সংলগ্ন মালেক কাজির বাড়িতে সোমবার রাতে অভিযান চালায়। এ সময় কাজী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। পরে বরসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং সকালে ওই ছাত্রীর মাকেও থানায় আনা হয়। পড়ে দুপুরে বরসহ সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন।

পুলিশ বাংলানিউজকে জানান, জালিয়াতির মাধ্যমে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ওই ছাত্রীর বয়স বাড়িয়ে জন্ম সনদ তৈরি করা হয়। এমনকি ওই কিশোরী ছাত্রীর বাড়ি পুটিয়াখালি হলেও সেই জন্ম সনদে লেখা হয়েছে চারাখালি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।