নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলে হত্যা মামলায় দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১’র বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় প্রদান করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ফাঁসিরদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম (৫৮) ও দুলাল হোসেন (৫৫)। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩৫)।
রায় ঘোষণার সময় ফাঁসিরদণ্ডপ্রাপ্তরা উপস্থিত থাকলেও কারাদণ্ডপ্রাপ্ত দুলাল পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জেডএস