ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাণ্ডায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মাণ্ডায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকার কদম আলী ঝিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনিয়া আকতার (১৭) এবং মর্জিনা আকতার (১৪)।
 
এরমধ্যে সোনিয়া স্থানীয় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন বলে পুলিশ জানায়।  

মুগদা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাফাত আরা সুলতানা বাংলানিউজকে জানান, এলাকার ছয়জন মেয়ে নৌকায় করে ঝিলে ঘুরতে যান। এ সময় হঠাৎ করে পানি উঠে নৌকাটি তলিয়ে যেতে থাকে।

তাদের চিৎকারে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী চার কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন তলিয়ে যান।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা,সেপ্টেম্বর ১৫, ২০১৫, আপডেট: ১৭০৩ ঘণ্টা
এসজেএ/জেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।