ঢাকা: তথ্য অধিকার আইন বাস্তবায়নে মাইন্ড সেটিং সেভাবে হচ্ছে না বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জনপ্রশাসন ও গণমাধ্যম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে যতটুকু করার কথা, মাইন্ড সেটিং সেভাবে হচ্ছে না। প্রত্যেক মন্ত্রণালয়ে সেল থাকা দরকার। সব তথ্যের জন্য সচিবের কাছে আসার দরকার নেই। এজন্য ক্যাপাসিটি দরকার, স্কিলড লোক দরকার। তবে যেহেতু শুরুটা হয়ে গেছে, সামনের দিনগুলোতে আরও গুরুত্ব পাবে।
বর্তমান সময়ের সিভিল সার্ভিস সেবা প্রদানকারী হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা যেন জনগণকে ঠিকমত সেবা দিতে পারি। সংবাদপত্রের বড় ভূমিকা সচেতনতার পাশাপাশি উন্নয়ন ক্ষেত্রে ভূমিকা পালন।
‘আমরা অনেক কাজ করছি, প্রচার পাচ্ছি না। জনগণকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে, সমস্যা সমাধানের ক্ষেত্রে সংবাদপত্র বড় ভূমিকা পালন করতে পারে। ভালো কাজগুলোকে গুরুত্ব দিতে হবে, না হলে তো উৎসাহ পাবো না। ’
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমআইএইচ/জেডএস