ঢাকা: জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্তের বিরুদ্ধে রিভিশন দায়ের করে তদন্ত কার্যক্রম স্থগিত করায় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে আসামিদের পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন নিহতের মা নীলা চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতের সামনে সালমান শাহ স্মৃতি সংসদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।
সালমান শাহ হত্যা মামলাটি সিএমএম আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর একটি রিভিশন দায়ের করায় থেমে যায় তদন্ত কার্যক্রম। আগামী ২৯ অক্টোবর রিভিশনটির শুনানির জন্য দিন ধার্য আছে।
নীলা চৌধুরী বলেন, রাষ্ট্র আমার বিপক্ষে গেল কেন? রাষ্ট্রপক্ষের পিপি আসামিপক্ষে প্রভাবিত হয়ে নিয়ম বহির্ভূতভাবে মামলা স্থগিত রাখতে রিভিশন দায়ের করায় আমি অবাক হয়েছি।
তিনি বলেন, পিপি বাদীর স্বার্থ দেখবেন এটাই নিয়ম। কিন্ত তিনি তা না করে যা করেছেন তা আসামিদের স্বার্থ রক্ষার্থেই করেছেন। এজন্য তাকে একদিন জবাবদিহি করতে হতে পারে।
এ ব্যাপারে মহানগর পিপি আবু আব্দুল্লাহ বলেন, আইন মেনেই যা করার করেছি। তাছাড়া রিভিশন শুনানিতে আদালতের সিদ্ধান্তেই বিষয়টির নিষ্পত্তি হবে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করলেও পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে মর্মে আদালতে দরখাস্ত দেওয়া হয়। কমর উদ্দিন আহমেদ চৌধুরী মারা যাওয়ায় সালমান শাহের মা নীলা চৌধুরী বর্তমানে মামলার বাদী।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমআই/এমএ/এএসআর