ঢাকা: নবগঠিত ময়মনসিংহ বিভাগের সঙ্গে টাঙ্গাইল জেলাকে না রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ আনন্দ মিছিল ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ ও নিকার সভায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলাকে নিয়ে ময়মনসিংহ বিভাগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
আনন্দ সমাবেশ থেকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহবাসীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা। আনন্দ সমাবেশ শেষে একে অন্যকে ঐতিহ্যবাহী চমচম মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মেহেরুল হাসান সোহেল বলেন, টাঙ্গাইল জেলার ভৌগলিক ও সাংস্কৃতিক স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এ বৈশিষ্ট্যের সঙ্গে ময়মনসিংহের কোনো মিল নেই। তাই সরকারের এ সিদ্ধান্তে টাঙ্গাইলবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকবেন।
আনন্দ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাইসুল ইসলাম জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেহেদী হাসান রনি, সাংবাদিক আনোয়ার হোসাইন সাগর, ছাত্রনেতা হিমেলুর রহমান হিমেল, নাজমুল হাসান, শেখ মারুফা নাবিলা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এফবি/এএসআর