ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিপসট পরিদর্শনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিপসট পরিদর্শনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি

ঢাকা: রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ঢাকা সফররত জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্টের (ডিএফএস) আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, অতুল খেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিপসট এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এ সময় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড এবং বিপসট এর প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলের সদস্যদের অবহিত করা হয়। মতবিনিময় সভা শেষে বিপসট এর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এছাড়া জাতিসংঘ উদ্বাস্তু ক্যাম্পে বসবাসরত অসামরিক মানুষের ওপর বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে শান্তিরক্ষী বাহিনীর উদ্ধার অভিযানের মহড়া প্রত্যক্ষ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইএসপিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।