শেরপুর: শেরপুর সরকারি কলেজের ছাত্রী নূরানী আক্তার হিমু হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আনিছুর রহমান আনারুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক সারওয়ার জাহান, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা হিমু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্বামীর বিচার ও শাস্তি দাবি করেন।
পরে, একই দাবিতে নিহত কলেজছাত্রীর সহপাঠীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
৮ সেপ্টেম্বর রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কলেজছাত্রী হিমুর মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার সাইদ মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড