রাজশাহী: জাতীয় আয়কর দিবস উপলক্ষে রাজশাহীতে সম্মাননা পেলেন ৩০ শ্রেষ্ঠ করদাতা। সনদ ও ক্রেস্ট দিয়ে করদাতাদের সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার।
এর আগে সকালে রাজশাহী কর অঞ্চলের উদ্যোগে আঞ্চলিক কর অফিস থেকে শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী কর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ফিরোজ শাহ আলম, কর কমিশনার হাফিজ আহমেদ মুর্শেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, কাস্টমস কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০১৫-১৬ কর বর্ষে রাজশাহী সিটি করপোরশন ও রাজশাহী কর অঞ্চলের পাঁচ জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে তিন জন করে এবং দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা হিসেবে দুই জন করে মোট ৩০ জন করদাতার নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরশনে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন- ফরিদ উদ্দীন, শামসুজ্জামান খান ও নাসিমুল গনি খান।
একই সঙ্গে দীর্ঘ সময় আয়করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন বদরুদ্দোজা ও তাজকেরাতুল ইসলাম। এ দুই ক্যাটাগরিতে রাজশাহী কর অঞ্চলে জেলার মজির উদ্দিন, সাইফুল ইসলাম, ওসমান আলী, আতাহার আলী সম্মাননা পেয়েছেন।
এছাড়া নওগাঁয় সম্মাননা পান- ইকবাল শাহরিয়ার, শেখ আল মামুন, এসএম এনামুল হক, আব্দুল গনি সরদার ও মকলেসুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জে বদরুদ্দোজা, সেলিম রেজা, শাহ আলমগীর, বদিউর রহমান, আব্দুল মালেক সম্মাননা পেয়েছেন।
পাবনায় সম্মাননা পান- তপন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী, অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন ও আব্দুল মজিদ।
আর নাটোরে শেখ এমদাদুল হক আল মামুন, মীর আমিরুল ইসলাম, নীপেন্দ্রনাথ সাহা ও জয়প্রকাশ আগারওয়ালকে সম্মাননা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএস/এমএ