ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে ফুলপুরে সংঘর্ষ, স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জমি নিয়ে ফুলপুরে সংঘর্ষ, স্কুলছাত্রীর মৃত্যু

ময়মনসিংহ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের ফুলপুরে প্রতিপক্ষের হামলায় সাজেদা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদা স্থানীয় বালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বালিয়া গ্রামের আবুল কাশেমের সঙ্গে ভাগ্নে জামাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির আমন ফসলে মঙ্গলবার দুপুরে আবুল কাশেম রাসায়নিক সার দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।

জামাল উদ্দিন ও তার লোকজন রামদা দিয়ে কুপিয়ে আবুল কাশেম (৫২), ভাই আবুল হাশেম (৪০), মেয়ে সাজেদা আক্তার (১৫) ও মৌসুমী আক্তারকে (১৪) গুরুতর জখম করেন।

তাৎক্ষণিকভাবে আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যাওয়া হয়। এসময় সাজেদা আক্তারের মৃত্যু হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বাংলানিউজকে বিসয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।