ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বরিশালে যুবকের ১০ বছরের কারাদণ্ড ছবি : প্রতীকী

বরিশাল: বরিশালে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শামীম হাওলাদার নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদীব আলি এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত শামীম বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাধীন উত্তর সাগরদী এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
 
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৪ মে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন চন্দ্র দে নগরের চৌমাথা হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ শামীমকে আটক করেন।
 
এ ঘটনায় ওই দিনই একটি মামলা দায়ের করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তদন্ত শেষে একই বছরের ৩ জুলাই চার্জশিট দাখিল করেন।
 
দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।