ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এসিডে ঝলসানো অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় এসিডে ঝলসানো অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

বগুড়া: গাবতলী-সোনাতলা সড়কের নারুয়ামালা রেলওয়ে ব্রিজের পাশ থেকে এডিসে ঝলসানো অজ্ঞাত মধ্যবয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



 তিনি বলেন, অন্য কোথাও হত্যা করে ওইস্থানে নারীর মৃতদেহ ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
 
পুলিশ জানায়, সকালের দিকে নারুয়ামালা রেলওয়ে ব্রিজের পাশে গলায় গামছা পেঁচানো অবস্থায় ও এসিডে মুখ ঝলসানো ওই নারীর মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়ে দেয়।
 
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।