মাগুরা: মাগুরার শ্রীপুরে যৌন হয়রানি, বাল্যবিয়ে, মানবপাচার, মাদক, নারী ও শিশু নির্যাতন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুর ডিগ্রি কলেজ মাঠের মুক্তমঞ্চে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সভায় শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন- শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মনিরুজ্জামান, উপাধ্যক্ষ কেএমএ আজাদুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক এম. তোরাব আলী, ডা. শাহাদত হোসেন, সহকারী অধ্যাপক হারুণ অর রশীদ, মো. আশরাফ হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আশরাফ হোসেন পল্টু প্রমুখ।
সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, যৌন হয়রানি, বাল্যবিয়ে, মানবপাচার, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে কলেজের ছাত্রছাত্রীদের ব্যাপক ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি/