ঢাকা: ঈদ উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ২৩ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার ট্রেনের অগ্রিম টিকিট বেলা ২টার মধ্যে শেষ হয়ে গেলেও টিকিট প্রত্যাশীদের লম্বা লাইনের যেন শেষ নেই।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একাধিক স্টেশন কাউন্টারের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।
বেলা আড়াইটার দিকে দীর্ঘ লাইনের হাজারো টিকিট প্রত্যাশীকে কাউন্টারের সামনে টিকিটের জন্য উদ্বিগ্ন দেখা যায়। ২৩ সেপ্টেম্বরের সব টিকিট বিক্রি হয়ে গেছে- কাউন্টারের এমন ঘোষণার পরেও প্রচণ্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের।
একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের প্রায় সবাই গত রাত ও শুক্রবার সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত টিকিট না পাওয়ায় তারা ২৪ সেপ্টেম্বরের টিকিটের জন্য অপেক্ষা করবেন।
এ ব্যাপারে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বাংলানিউজকে বলেন, এর আগে দুই দিন টিকিট দেওয়া হয়েছে। এই দুদিন বেলা দুটার আগেই টিকিট শেষ হয়ে যায়।
যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের পরিমাণ কম হওয়ায় সবাই টিকিট পাননি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
টিএইচ/এসইউ
** ২৭ ঘণ্টা অপেক্ষার পর টিকিট!
** ভোগান্তি উপেক্ষা করে টিকিটের জন্য হাজারো মানুষ