ঢাকা: চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে পরীক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে শুক্রবারের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিল করতে বাধ্য হলো বিআরডিবি কর্তৃপক্ষ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)।
শুক্রবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সহ রাজধানীর মোট ৫টি কেন্দ্রে পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা শুরু হয় বিকেল ৩টা থেকে।
![](files/September2015/September18/kakrail_7_190454937.jpg)
নিয়োগ পরীক্ষা দিতে আসা কয়েকজন চাকরিপ্রার্থী বাংলানিউজকে জানান, বিআরডিবির পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে কাকরাইলের এ কেন্দ্রে প্রায় সাড়ে ৫ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় দেড় হাজার পরীক্ষার্থী তাদের নির্ধারিত আসন খুঁজে পাননি। এরপর তারা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতে চাইলে তারাও এর কোনো সমাধান দিতে পারেননি।
সাতক্ষীরা থেকে আসা তানজিল নামে এক শিক্ষার্থী জানান, নির্ধারিত সময়ে প্রশ্নপত্র ও ওএমআর বিতরণ করা হয়। কিন্তু হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষার সিট না পাওয়ায় সবাই ওএমআর ও প্রশ্নপত্র ছিড়ে ফেলে দেয়।
![](files/September2015/September18/kakrail_5_673226799.jpg)
তিনি আরও জানান, এরপর শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে রাস্তায় এসে সড়ক অবরোধ করে।
পরে বিআরডিবির যুগ্ম পরিচালক স্বপন কুমার উপস্থিত হলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় পরীক্ষার্থীরা নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান। পরে স্বপন কুমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেন।
![](files/September2015/September18/kakrail_1_751890427.jpg)
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলী হোসেন জানান, পরীক্ষার্থীরা বিক্ষোভ করছে এমন খবরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের শান্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরইউ/এনএম/এসটি/এসএইচ/আরআই