ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ডিইউজের নতুন সভাপতি সাজু, সাধারণ সম্পাদক বকুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ডিইউজের নতুন সভাপতি সাজু, সাধারণ সম্পাদক বকুল এলাহী নেওয়াজ খান সাজু ও খায়রুল আলম বকুল/ ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন এলাহী নেওয়াজ খান সাজু, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খায়রুল আলম বকুল। সাজু এর আগেও সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ডিইউজের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে মাহফুজুর রহমান (ইউএনবি), সহ-সভাপতি আলিমুজ্জামান হারুন, সহ-সভাপতি মো. বদিউজ্জামান (প্রথম আলো), যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ ফেরদৌস (ঢাকা প্রতিদিন), কোষাধ্যক্ষ গালীব হাসান, সাংগঠনিক সম্পাদক শওকত রেজা (আলোকিত বাংলাদেশ), প্রচার সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাসেত মিয়া, জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন (বণিক বার্তা) ও দপ্তর সম্পাদক পদে মো. শাজাহান সাজু (খবরপত্র) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন কাইয়ুম খান মিলন (নিউনেশন), আবদুর রহিম (ইনকিলাব), আজমল লুৎফা খানম (স্বাধীনমত), আতিকুর রহমান (ইনকিলাব), শিকদার আলমগীর (মুক্ত খবর), গোলাম কিবরিয়া (এনটিভি), সালাউদ্দিন রাজ্জাক  (বাংলাদেশ প্রতিদিন) ও সাগর আনোয়ার (দ্য রিপোর্ট)।

বার্ষিক এ সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিন। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, গোলাম মহিউদ্দিন খান, কাইয়ুম খান মিলন প্রমুখ।

উদ্বোধনী অধিবেশন শেষে কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোকাররম হোসেন। তিনি ইউনিট পরিস্থিতি এবং ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সদস্যদের বক্তব্য গ্রহণ করেন। এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের ২০১৫-১৬ বছরের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের জন্য ডিইউজের সিনিয়র সদস্য গোলাম মহিউদ্দিন খানকে প্রধান করে এবং গাফফার মাহমুদ ও বসির হোসেন মিয়াকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন।

কমিটি উপস্থিত সভায় ডিইউজের ২০১৫-১৬ বছরের নির্বাহী কমিটির নাম প্রস্তাব করতে বললে সংগঠনের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী উল্লিখিত কমিটির নাম প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এ কমিটিকে সমর্থন করেন। সভায় ১৯৯৩ সালে বিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।