ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাক উল্টে ১৩ ব্যবসায়ী, ২২ গরু আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ঈশ্বরদীতে ট্রাক উল্টে ১৩ ব্যবসায়ী, ২২ গরু আহত

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে ট্রাক উল্টে ১৩ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ওই ট্রাকে থাকা ২২টি গরু আহত হয়েছে।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীদের মধ্যে কুষ্টিয়ার সিদ্দিকুর রহমান, পচা মিয়া, আবুল হাসেম, রসুল মিয়া, খবির আলী, জুয়েল রানা, আব্দুস সালাম, বিল্টু মিয়া, ফজলুল আলম, আব্দুল লতিফ ও সালাম হোসেনের নাম জানা গেছে।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে ট্রাকে করে ২২টি গরু নিয়ে ঈশ্বরদী হয়ে ঢাকার গাবতলীতে কোরবানীর হাটে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় সামনের একটি চাকা পাংচার হলে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত গরুগুলোকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ও ঈশ্বরদী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শফিকুল ইসলাম শামীম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।