যশোর: যশোরের রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক নারায়ন চন্দ্র পাল বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অগ্রণী ব্যাংকের টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও ঘটনার সময় ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্বজিত ও শহিদুল ইসলাম নামে দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দুইজন নৈশপ্রহরীকে বেঁধে মারপিট করে। পরে তারা গ্যাস সিলিন্ডার সংযুক্ত আধুনিক যন্ত্র দিয়ে ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর একই কায়দায় ভল্ট কেটে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে সকালে বিষয়টি জানাজানি হলে ব্যাংক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পিসি
** যশোরে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট