চাঁদপুর: চাঁদপুরে জাতীয় ও স্থানীয় অনলাইন নিউপোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম’র ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কুমিল্লা রোডের স্থানীয় অনলাইন পত্রিকা চাঁদপুর টাইমস্ এর কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক চাঁদপুর টাইমস্ এর সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল, যুগ্ম আহ্বায়ক বিডিনিউজের জেলা প্রতিনিধি আল-ইমরান শোভন, বাংলানিউজ২৪.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম, বিকেলের খবর সম্পাদক কেএম মাসুদ।
সদস্যরা হলেন- বাংলামেইলের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান সুমন, ফোকাস বাংলার জেলা প্রতিনিধি বাদল মজুমদার, বাসস’র জেলা প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল, জিবি নিউজের জেলা প্রতিনিধি মিজানুর রহমান রানা, ভিডি ভিউ জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পিসি