ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
চান্দিনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- চান্দিনার পিহর গ্রামের তাজুল ইসলাম (৩৮), বুড়িচংয়ের লোয়ারচর গ্রামের মাইক্রোবাস চালক রিপন (৩০), নিমসারের আলী আশরাফ (৩৫), অজ্ঞাতনামা আরও ২জন।

এসময় মহাসড়কের উভয়পাশে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

চান্দিনা থানার উপ পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জানান, মহাসড়ক থেকে সিএনজিচালিত  অটোরিকশা চলাচল বন্ধ করার পর পিকআপ ভ্যানের পাশাপাশি মাইক্রোবাসে করে যাত্রী পারাপার শুরু হয়। সন্ধ্যায় যাত্রী নিয়ে মাইক্রোবাসটি চান্দিনা বাস স্টেশন থেকে ময়নামতি সেনানিবাস এলাকার উদ্দেশে রওয়ানা করে কাঠেরপুলে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।

এসময় মাইক্রোবাসের চালকসহ ৫জন আহত হয়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপ পরিদর্শক (সার্জেন্ট) খান মোহাম্মদ নিজামী ফাহামী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।