ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
রাজবাড়ীতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ঈদতাজুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক দীপক কুমার প্রামাণিক, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. গোলাম ফারুক, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমীর হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, এনজিও সংগঠন ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার প্রমুখ।

কর্মশালায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান দরিদ্র পরিবারের অটিজম শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াতের সুবিধার জন্য জেলা প্রশাসনের এলআর ফান্ড থেকে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।

পরে অটিজম শিশুদের ফান্ড গঠনের লক্ষে জেলা প্রশাসককে সভাপতি ও জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক, জেলা সমাজসেবা বিভাগকে সদস্যসচিব করে ৫ সদস্যে বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।