ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নেশা জাতীয় পানীয়সহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
নেশা জাতীয় পানীয়সহ আটক ৩ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে ১২০৭ ক্যান নেশা জাতীয় ও যৌন উত্তেজক নিষিদ্ধ পানীয়সহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন কনফেকশনারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- শহরের ডালপট্টি এলাকার পিয়াসী কনফেকশনারির মালিক নেয়ামত উল্লাহ, মাধারমোড়ের মুন কনফেকশনারির মালিক জুলফিকার আলী মুন ও শহরের চৌরঙ্গি মোড়ের সুষ্মিতা কনফেকশনারির কর্মচারী জিকরুল ইসলাম।
 
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র‌্যাব নীলফামারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব পানীয় জব্দ করা হয়েছে।
 
নিষিদ্ধ পানীয় উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
 
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।